| শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 61 বার পঠিত | পড়ুন মিনিটে
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ ভোট দিতে চায়, স্বাধীনভাবে নিজের প্রতিনিধি বেছে নিতে চায়। কিন্তু গুটি কয়েক স্বার্থান্বেষী মহল সেই গণতান্ত্রিক অধিকারকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুবদল হচ্ছে সেই সংগ্রামী শক্তি, যারা অন্যায়ের কাছে মাথা নত করে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই আজ যুবদলকে মাঠে থাকতে হবে— সাহস, সততা ও ঐক্যের সঙ্গে।
তিনি আরও বলেন, যুবসমাজই জাতির মেরুদণ্ড। তরুণদের আদর্শিক জাগরণই পারে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, এবং আগামীর নেতা তারেক রহমানের নির্দেশনায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি পাড়ায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি মানুষের মনে জাগাতে হবে পরিবর্তনের আগুন।
বিকাল ২টা থেকে শহরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মিছিলের পর মিছিল এসে মিলিত হয় পাবলিক লাইব্রেরি মাঠে। বিকাল ৩টার দিকে সমাবেশস্থল উপচে পড়ে জনতার ঢলে। পুরো শহর লোকে লোকারণ্য হয়ে ওঠে।
জননেতা লুৎফুর রহমান কাজলের বক্তব্য শেষে বিশাল গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি পাড় হয়ে কালুর দোকানে গিয়ে শেষ হয়। পথে পথে জনতার ঢল, করতালি, শ্লোগানে মুখরিত হয় গোটা শহর-কাজল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, দেশ বাঁচাও, গণতন্ত্র ফেরাও, এই আহ্বানে মুখরিত ছিল চারপাশ।
মিছিলের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে জননেতা কাজলকে অভিবাদন জানান। তিনি হাসিমুখে জনতার ভালোবাসার জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পৌর যুব দলের আহ্বায়ক আজিজুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম, জেলা যুবদলের সাবেক সভাপতি এড.মোহাম্মদ আবদুল্লাহ , জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জিসান উদ্দিন প্রমূখ।
সমাবেশে উদ্ভোধনী বক্তা ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান লাভলু। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন শহর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাস্টার জসিম উদ্দিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম টিপু।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর