বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
জেলা জামায়াতের নির্বাচন কমিটির বৈঠকে জেলা আমীর আনোয়ারী

“জনআকাঙ্ক্ষা প্রতিফলনে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের বিকল্প নেই”

প্রেস বিজ্ঞপ্তি   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত   |   পড়ুন মিনিটে

“জনআকাঙ্ক্ষা প্রতিফলনে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের বিকল্প নেই”

জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ৮ অক্টোবর বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, আখতার আহমদ, অ্মাযাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী।

সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারী বলেছেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই। জুলাই সনদের আইনী ভিত্তি না হলে ছাত্র- জনতার জীবনদান ব্যর্থ হয়ে যাবে। নির্বাচনে পেশিশক্তির আধিক্য দেখা যাবে। বিগত সাড়ে পনেরো বছর দেশে যে সংকট ছিল তা দূর হবে না। দেশ আবারো পিছিয়ে যাবে। সংকট ঘনীভূত হবে। সুতরাং যেনতেন নির্বাচনের দিকে না গিয়ে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। নির্বাচনী পরিবেশ কে শান্তিপূর্ণ ও সহনশীল করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা অন্যান্য দলের কাছেও দায়িত্বশীল আচরণ কামনা করছি। দেশের মানুষ যাকে পছন্দ করবে তাকে যেন স্বাধীন ও ভয়ভীতিমুক্ত হয়ে ভোট দিতে পারে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণ কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা এই দেশ কে বিশ্বের মাঝে উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে চায়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বৈষম্য মুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

 ডিবিএন/জেইউ।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com