নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপের নির্বাচনি তফসিল অনুযায়ী গতকাল ২৬ ফেব্রুয়ারি মনোয়ন দাখিলের শেষ দিনে কক্সবাজারের ৭ উপজেলায় উৎসবমূখর পরিবেশে মনোয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের ৭ উপজেলায় চেয়ারম্যান পদে ২২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন মনোয়ন পত্র জমা দিয়েছেন। ৩ পদে মোট ৮৭ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। তবে মনোনয়ন পত্র বাছাই ও প্রত্যাহার শেষে চুড়ান্তভাবে কতজন নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছে তা বলা যাবে।
কক্সবাজার সদরে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদের ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, টেকনাফ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, রামু উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহেশখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি উল্লিখিতদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ৭ মার্চ পর্যন্ত পাবেন প্রত্যাহারের সময়। ২৪ মার্চ অনুষ্ঠিত হবে জেলায় ৭ উপজেলায় নির্বাচন।
কক্সবাজার সদর উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ প্রার্থী। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র ২ জন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কায়সারুল হক জুয়েল। নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিম আকবর।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী। তারা হলেন, আমজাদ হোসেন ছোটন, কাজী রাসেল আহমেদ, রশিদ মিয়া, মোর্শেদ হোসেন তানিম, মোঃ আবদুর রহমান এবং কাইয়ুম উদ্দীন।
সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন, হেলেনাজ তাহেরা, হামিদা তাহের এবং আয়েশা সিরাজ।
উখিয়ায় বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
রফিক উদ্দিন বাবুল ও শফিক আজাদ, উখিয়া থেকে জানান তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা প্রদানের গতকাল মঙ্গলবার শেষ দিনে উখিয়ায় আওয়ামীলীগের তিন জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সহ উক্ত পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন সহ মোট ১৩ জন প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং) ও জেলা রির্টানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল মঙ্গলবান পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের উখিয়া আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরীর নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেল ৪টার দিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য আবুল মনসুর চৌধুরী ও বিকেল সাড়ে ৪টার দিকে অপর বিদ্রোহী কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুুদুল হক চৌধুরী উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী, সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
এছাড়াও গতকাল মনোনয়পত্র জমা দানের শেষ দিনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৎমধ্যে উখিয়া আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল হুদা (দলীয় মনোনীত), আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, মুক্তিযুদ্ধা রুহুল আমিন, মৎসজীবিলীগ নেতা শাহ জাহান সাজু, জাহাঙ্গীর মাহামুদ, ও এড. মোঃ রাসেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট। অন্যদিকে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসে ভাইস চেয়ারম্যান পদে এড. অনিল কান্তি বড়–য়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন স্বতন্ত্র প্রার্থী উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-উখিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক আমিনের স্ত্রী কামরুন্নেছা বেবী ও উখিয়া উপজলো প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস.এম কামাল উদ্দিনের সহধর্মীনি ও জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আহমদ শরিফ চৌধুরীর মেয়ে সাবেক উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী এসব মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানপদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন দাখিল করেছে আমার কার্যালয়ে। তবে চেয়ারম্যান পদে একজন আর ভাইস চেয়ারম্যান পুরুষ পদে একজন জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন দাখিল করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
টেকনাফে দুই বিদ্রোহী প্রার্থীসহ মনোনয়ন জমা ১৭ জনের
নুরুল করিম রাসেল, টেকনাফ থেকে জানান আগামী ২৪ মার্চ তৃতীয় দফায় টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারী বুধবার মনোনয়ন জমাদানের নির্ধারিত দিনে চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল হাসান বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, স্বতন্ত্রভাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ এবং উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম। ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, হাফেজ নুরুল হক, সওয়ার আলম, মৌলানা ফেরদৌস আহমদ জমিরী, দেলোয়ার হোছন বিজয়, নজরুল ইসলাম ও ফরিদুল আলমসহ ৮জন, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবেক ভাইস-চেয়ারম্যান মিছবাহার ইউছুপ,পৌর কাউন্সিলর কোহিনুর আক্তার, নাজমা আলম, মনোয়ারা পারভীন ও সানজিদা বেগমসহ ৬জন স্বশরীরে রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হয়ে মনোনয়ন পত্র জমা দেন।
৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ থেকে বিদ্রোহী প্রাথী হয়েছেন বর্তমান চেয়ারম্যান জাফর আহমদ। তিনি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি। অপর বিদ্রোহী প্রার্থী নুরুল আলম উপজেলা যুবলীগ সভাপতি।
উল্লেখ, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে ২৬ ফেব্রুয়ারী ছিল মনোনয়ন জমাদানের শেষ দিন। যাচাই-বাচাই ২৮ ফেব্রুয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ, প্রতীক বরাদ্ধ ৮ মার্চ ও নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ ।
রামুতে ১০ জনের মনোনয়নপত্র জমা
আল মাহমুদ ভূট্টো,রামু থেকে জানান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রামু উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩য় ধাপের নির্বাচনী তপসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।
রামু উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, রামুর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলামের কাছে ৯ জন এবং কক্সবাজার রিটার্নিং অফিসারের কাছে এক জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ও খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা ইসলাম নেভী ও উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী আফসানা জেসমিন পপি।
উল্লেখ্য -আগামী বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
পেকুয়ায় ১৫ প্রার্থীর মনোনয়ন জমা
এফ এম সুমন পেকুয়া থেকে জানান পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৫জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাসেম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম গিয়াস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আবুল শামা শামীম ও সাবেক ছাত্রলীগ নেতা আমির আশরাফ চৌধুরী রুবেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফরায়েজী, সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশাহ, আওয়ামী লীগ নেতা মাষ্টার নুর মোহাম্মদ, প্রবাসী মেহের আলী, জাতীয় পার্টি নেতা সাজ্জাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা কায়সার উদ্দিন ও আজিজুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, সাবেক ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী, মগনামার সাবেক এমইউপি হাছিনা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৪শে মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে।
কুতুবদিয়ায় তিন পদে ৭ প্রার্থী
লিটন কুতুবী,কুতুবদিয়া, থেকে জানান আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জন্য কুতুবদিয়া উপজেলায় তিন পদে ৭ প্রার্থী মনোনয়ন ফরম জমা করেন। চেয়ারম্যান পদের জন্য দুই জন। তন্মধ্যে আ’লীগের মনোনয়ন প্রার্থী কক্সবাজার জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আলহাজ ফরিদুল ইসলাম চৌধূরী,প্রতিদ্বন্ধিপ্রার্থী কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহর বড় ছেলে বঙ্গবন্ধু পরিষদ কৈয়ারবিল ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সাগর।
ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। তন্মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য হুমায়ুন কবির হায়দার, আ’লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার,জামায়াত নেতা আকবর খান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দুই জন। তন্মধ্যে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আ’লীগের সভানেত্রী ছৈয়দা মেহেরুন্নেছা, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগ নেত্রী হাছিনা আকতার বিউটি।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলায় তিন পদের জন্য ৭ প্রার্থী শেষ দিন অর্থাৎ (২৬ ফেব্রুয়ারী) মনোনয়ন ফরম জমা করে বলে সহকারি রির্টানিং অফিসার ইউএনও দীপক কুমার রায় এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ জামশেদুল ইসলাম তালুকদার জানান, এ পর্যন্ত নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান পদের জন্য ৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জমা করেন ২জন। ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৬টি। জমা করেন ৩টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেন ২টি। জমা করেন ২টি। কুতুবদিয়া উপজেলা ৬ ইউনিয়নে মোট ৮৪৫২৪ ভোট। তন্মধ্যে পুরুষ ৪৪০৬১ ভোটার ও নারী ৪০৪৬৩ ভোটার।
মহেশখালীতে ১৪ জনের মনোনয়ন ফরম জমা
নিজস্ব প্রতিবেদক,মহেশখালী থেকে জানান মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে।
চেয়ারম্যন পদে জমা দিয়েছে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রামীম(নৌকা), আলহাজ্ব মো: শরীফ বাদশা( আওয়ামীলীগ বিদ্রোহী),উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম(আওয়ামীলীগ বিদ্রোহী) , এরফান উল্লাহ (ইসলামী ফ্রন্ট)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাফর আলম(আওয়ামীলীগ সমর্থিত) ,মোঃ শরীফ,আবু ছালেহ,মো:জহির উদ্দীন(, মাহাবুবুল আলম, ফরিদুল আলম, শাহ নেওয়াজ কামাল, গিয়াস উদ্দীনসহ ৮ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম, মিনুয়ারা ছৈয়দসহ ২ জন প্রার্থী মহিল ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে মোট ১৪জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh