বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

চীনের যে গ্রামে প্রবেশ করতে টিকিট লাগে!

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ জুন ২০১৮

চীনের যে গ্রামে প্রবেশ করতে টিকিট লাগে!

হোউতোওয়ান। চীনের শেংশান দ্বীপপুঞ্জের সবুজে ঘেরা একটি গ্রাম, যে দিকেই তাকাবেন চারিদিকে সবুজ আর সবুজ। কিন্তু এই গ্রামে প্রবেশ করতে হলে একজন পর্যটককে অবশ্যই টিকিট কাটতে হবে।

গ্রামটি চীনের সাংহাই থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত। গত শতকের নব্বই দশকের শুরু থেকে এই গ্রামের অধিবাসীরা চীনের মূল ভূখণ্ডে যাওয়া শুরু করেন। এর নেপথ্যে ছিল কর্মসংস্থান কমে যাওয়া। একটা পর্যায়ে গ্রামটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। হোউতোওয়ান গ্রামে ৫০০-র মতো বাড়িঘর। বেশিরভাগই পরিত্যাক্ত। বর্তমানে সেসব বাড়িঘর এমনকি রাস্তাঘাটও সবুজ গাছপালায় একাকার।

জানা গেছে, ২০১৫ সালে বার্তা সংস্থা এএফপির এক ফটোসাংবাদিক গ্রামটির কিছু ছবি তুলেন। সেসব ছবির কারণে গ্রামটির সৌন্দর্য সম্পর্কে বর্হিবিশ্বের মানুষ জানতে সমর্থ হয়। এরপর থেকেই গ্রামটি পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করছে। এসব পর্যটকের কারণেই আবার সেখানে কিছু মানুষের আবাস গড়ে উঠেছে। তবে, এই গ্রামে পর্যটকদের প্রবেশ করতে হলে অবশ্য টিকিট কাটতে হবে।

Comments

comments

Posted ১০:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জুন ২০১৮

dbncox.com |

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com