দেশবিদেশ ডেস্ক | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে কোভিড ১৯-এ গত ছয় মাসের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে।
জেলায় এক হাজার ৪৫৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে দুজনের। একদিনে শনাক্ত রোগীর এ সংখ্যা প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত বছর ৩০ জুলাই জেলায় এক হাজার ৪৬৬ জনের সংক্রমণ ধরা পড়েছিল, সেদিন মৃত্যু হয়েছিল ৯ জনের।
নতুন রোগীদের মধ্যে এক হাজার ৬৫ জন মহানগরীর এবং ৩৯৫ জন উপজেলাগুলোর বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ।
Posted ৩:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh