বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

চকরিয়া প্রতিনিধি    |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মারছা বাস ও প্রাইভেট মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসেরদিঘী সেনা ক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রামের বাতিসা এলাকার এনামুল হকের স্ত্রী রুমানা আকতার (৬০), তাঁর মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া হক (২৪), আমিনুল হকের স্ত্রী লিজা মজুমদার (২৫), তাঁর মা রাশেদা শিল্পী (৫০), বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪)। আহত হলেন, এনামুল হক, তাঁর ছেলে মাইক্রোবাস চালক আমিনুল হক ও তাঁর শিশুসন্তান সাদমান (৬)। আহত-নিহত মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমিনুল হক তাঁর স্ত্রী-সন্তান, মা-বাবা-বোন, শাশুড়ি ও শ্যালিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। আমিনুল হক নিজেই ব্যক্তিগত মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। তাঁরা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমিনুল হকের মা, বোন, স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকা মারা যান। আমিনুল, তাঁর বাবা ও তাঁর শিশু সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মারছা পরিবহনের বাসটির সামনের কাচ পুরোটাই ভেঙ্গে পড়ে গেছে । ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের ওই অংশ। আর মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশগুলো হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে হয়েছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com