| শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৮জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে এই সাড়াঁশি অভিযান চালানো হয়। এসময় একজন নিয়মিত মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধ দমন করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ##
Posted ৮:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
dbncox.com | ajker deshbidesh