নিজস্ব প্রতিবেদক, চকরিয়া | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 20 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন সাগর (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের ডুলাহাজারার ডাকবাংলোপাড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন সাগর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বামনাছড়া আকন্দপাড়ার জুবাইদুর রহমানের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈগলু আইসক্রিমের একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে চালক সাব্বির গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় হাইওয়ে থানার পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পরিদর্শক মেহেদি হাসান।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর