নেছার আহমদ, কক্সবাজার | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিক্সা যাত্রী নারী সহ ৩জন নিহত হয়েছে। অটোরিক্সা চালক সহ আহত হয়েছে আরো ৪ জন। আজ বুধবার ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে হারবাং ইনানী রিসোর্টে এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, হারবাং মুসলিমপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (৩২), পেকুয়ার রাজাখালী এলাকার রফিক আহমদের ছেলে মো. ইউনূছ (৩৭)। তবে অপর নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখি একটি কাভার্ড ভ্যান ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে গাড়িটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় ৪ জন। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চকরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এরপুর্বে গতকাল হারবাং বরইতলী এলাকায় যাত্রীবাহী বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত ও ৫জন আহত হয়।
দেশবিদেশ /১২ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১:৫১ অপরাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh