চকরিয়া প্রতিনিধি | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত | পড়ুন মিনিটে
চকরিয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় একটি সিএনজি জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা হবে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ছাইরাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মোঃ আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পাচারকারীরা
প্রশাসনের নজর ফাঁকি দিয়ে
ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডিবিএন./জেইউ।
.
এ বিভাগের আরও খবর