শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেফতার

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯

ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেফতার

কিশোরগঞ্জের সহকারি কমিশানার (ভূমি) অফিসে কর্মরত সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। বুধবার দুদকের ময়মনসিংহ সমম্বিত অঞ্চলের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি দল সহকারি কমিশনার (ভূমি) অফিসে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভূমি অফিসের কর্মরত সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে ঘুষের নগদ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাকে দুপুর ১২টায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের স্টেশন সড়কের বাসিন্দা প্রবাসী আবুল হেকিমের ভূমি সংক্রান্ত একটি মামলার বিষয়ে সহকারি কমিশানার ভূমি অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। খবর পেয়ে দুদক অভিয়ান চালায় এবং হাতে-নাতে টাকাসহ সার্ভেয়ারকে গ্রেফতার করে।

ঘুষ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের পর গিয়াস উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে বলে দুদক কর্মকর্তারা জানান।

Comments

comments

Posted ৯:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com