শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গত দুই বছরে সর্বনিম্ন শনাক্ত

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

গত দুই বছরে সর্বনিম্ন শনাক্ত

দেশবিদেশ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। দেশে করোনা সংক্রমণের পর ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে শনাক্ত ছিলেন ২৩ জন। এরপর এত কম রোগী আর পাওয়া যায়নি। আর গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে এবং আজকের ২২ জন নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ বলে জানায় অধিদফতর।

এদিন সুস্থ হয়েছেন ৩৭৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৮০০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তে হার ১৪ দশমিক ০৪ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৩৭৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৮০০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৪ শতাংশ। এখন পর্যন্ত সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

আদেবি/জেইউ।

Comments

comments

Posted ৮:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com