বার্তা পরিবেশক | রবিবার, ০৮ জুলাই ২০১৮
কক্সবাজারে বাস্তবায়নাধীন খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে গড়ে তোলা হবে ১০ তলা বিশিষ্ট শেখ হাসিনা টাওয়ার। যেখানে থাকবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং জাতির জনকের স্মৃতি সম্বলিত নানান পোট্রেট। পাশাপাশি থাকবে এক্সক্লুসিভ ট্যুরিষ্ট জোন, অত্যাধুনিক শুটকী পল্লী। রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ( ভারপ্রাপ্ত) মো: মুহিবুল হক। জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে,কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, জেলা আওয়ামীলগি সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা,বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh