নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও, | শুক্রবার, ২৯ জুন ২০১৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে কক্সবাজারমুখী এসএ পরিবহনের ধাক্কায় মো: হোছন (১০) নামের বাই সাইকেল আরোহি নিহত হয়েছে। বৃহষ্পতিবার (২৮ জুন) দুপুরে ঘটে এ দূর্ঘটনা। নিহত মো: হোছন ইউনিয়নের গর্জনতলী গ্রামের হাফেজ আহমদের পুত্র বলে জানা গেছে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, এদিন দুপুরে বাই সাইকেল আরোহি মো: হোছন মহাসড়ক পারাপার করার কক্সবাজারমুখী এসএ পরিবহন ধাক্কা দেয়। এসময় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে ঘাতক গাড়ি ও চালক পলাতক থাকায় জব্ধ করা সম্ভব হয়নি।
দেশবিদেশ/ ২৮ জুন ২০১৮/ নেছার
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh