শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   রবিবার, ১০ জুন ২০১৮

খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রবিবার (১০ জুন) কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হকও একই তথ্য দিয়েছেন।খালেদা জিয়াকে কখন বিএসএমএমইউতে নেওয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দুপুরের পর নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু ঠিক কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেওয়া হবে তা নির্ধারণ করবেন আইজি প্রিজন্স।’

আসাদুজ্জামান খাঁন কামালের কথায়, ‘বিএসএমএমইউতে বড় বড় চিকিৎসক ও গবেষকরা রয়েছেন। আর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা তো আছেনই। সুতরাং সেখানেই তার চিকিৎসা হবে।’এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে রবিবার কারাগার থেকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পাঁচ জেলা জজের জন্য পাঁচটি প্রাইভেটকার ও একটি জেলা জজ আদালতের জন্য একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শনিবার (৯ জুন) ব্যক্তিগত চিকিৎসকরা বলেছিলেন, গত ৫ জুন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল। তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করানোর সুপারিশও করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে।

Comments

comments

Posted ৭:১৮ অপরাহ্ণ | রবিবার, ১০ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com