দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ১৬ জুলাই ২০১৮
চমক আর অঘটন যেন নিত্যসঙ্গী ছিল রাশিয়া বিশ্বকাপের। গ্রুপ পর্বেই জার্মানির বিদায় দিয়ে শুরু সেই অঘটনের। এর পর একের পর এক চমক দেখিয়েছে দলগুলো। শেষ ষোলতে আর্জেন্টিনা, স্পেন ও পর্তুগাল যথাক্রমে হারিয়েছে ফ্রান্স, রাশিয়া ও উরুগুয়ে।কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে আরও চমক দেখায় বেলজিয়াম। তবে পুরো বিশ্বকাপেই চমৎকার ফুটবল খেলেছে লুকা মডরিচের দল ক্রোয়েশিয়া। সেমিফাইনালে দাপুটে জয়ে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা। কিন্তু ফাইনালে ভাগ্য দেবতা সহায় ছিলেন না ক্রোয়েশিয়ানদের। না হলে ফাইনাল ম্যাচে শুরুতেই কেউ আত্মঘাতী গোল খেয়ে বসে। তারপর পেনাল্টি। সবমিলিয়ে সুন্দর ফুটবল খেলেও কান্নাই সঙ্গী হলো ক্রোটদের। আর সেই কান্না বৃষ্টি হয়ে ঝড়েছে মস্কোর আকাশে।
রাশিয়ার বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালেই বৃষ্টি নামে। পুতিনের মাথায় ছাতা ধরেছিলেন তার সিকিউরিটি। তবে এরই মধ্যে পুরস্কার গ্রহণ হয়েছে। উল্লাসে মেতেছে ফ্রান্স। কিন্তু রাশিয়ার আকাশে হঠাৎ বৃষ্টি নেমে ক্রোয়েশিয়ানদের কান্নায় শামিল হলো মস্কোও! দেশবিদেশ / ১৬ জুলাই ২০১৮/নেছার
Posted ২:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh