নিজস্ব প্রতিনিধি, উখিয়া | বুধবার, ০৪ জুলাই ২০১৮
গত ২দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া শূণ্যরেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প কোমর পানিতে। বুধবার সকালে এই রোহিঙ্গা ক্যাম্পটি পাহাড়ী ঢলে ডুবে যাওয়ায় সেখানে আশ্রিত প্রায় ৪হাজার রোহিঙ্গা চরম দুর্ভোগে পড়েছে। অনেকে ক্যাম্পের মাচান ঘর ও টিলায় অবস্থান করছেন। যার ফলে শূণ্যরেখার রোহিঙ্গা পরিবার গুলোতে খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে বলে সেখানকার রোহিঙ্গা নেতারা জানিয়েছেন।
স্থানীয় মোহাম্মদ হোসেন জানান, সীমান্ত খালটি পাহাড় ধ্বসে মাটি এসে ভরাট হয়ে যাওয়ায় কারনে সামান্য পরিমাণ বৃষ্টি হলেই তুমব্রু খাল পানিতে একাকার হয়ে পড়ে। যার ফলে প্রবল বর্ষণে শূণ্যরেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প কোমর পানিতে আটকা পড়েছে। এতে শূণ্যরেখায় আশ্রিত রোহিঙ্গা পরিবার গুলোতে খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, ভারী বর্ষণের পাহাড়ী ঢলের পানিতে শূণ্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পটি তলিয়ে যায়।
রোহিঙ্গা ঝুপড়ি গুলো সামান্য খাবার মজুদ থাকলেও সেগুলো পানিতে ভেসে গেছে। এতে শূণ্যরেখার রোহিঙ্গাদের মাঝে খাবার সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শূণ্যরেখায় স্থাপন করা টিউবওয়েল গুলোতে পাহাড়ী ঢলে পানি ঢুকায় খাবার পানির সংকটও দেখা দিয়েছে। তিনি আরো বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে রোহিঙ্গাদের উচু পাহাড়ে অথবা গাছের উপর রাত যাপন করতে হবে কার এছাড়া কোন উপায় নেই। ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, পাহাড়ী ঢলের পানিতে খালের দু’কুল প্রতি বছর প্লাবিত হয়ে অসংখ্য ঘরবাড়ী নষ্ট হয়েছে। সে জানায়, সামনে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই এসব রোহিঙ্গাদের নিরাপদে রাখা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
দেশবিদেশ /০৪ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh