লিটন কুতুবী, কুতুবদিয়া | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে শুনানী কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন,কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধূরী,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও মনোয়ারা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) সদœাসেন সিংহ,কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা,দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী,লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী,কৈয়ারবিল বালিকা মাদরাসার সুপার জাকের হোছাইন,ঈমাম আবু হানিফা একাডেমির ভারপ্রাপ্ত সুপার মোঃ মঈন উদ্দিন হাছান, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল,মলমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শফি আলম,প্যানেল চেয়ারম্যান কপিল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল কাসেম। এ অনুষ্ঠানে কৈয়ারবিল ইউপির সকল সদস্য, এলাকার সাধারণ জনগন উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ ও এলাকার ছোট বড় সমস্যা সমাধানে গ্রাম্য আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা মূখ্য ভূমিকা রাখতে পারে। সাধারণ মানুষ গ্রাম আদালতে যাতে ন্যায় বিচার পায় সে দিকে নজর রেখে কাজ করার আহবান জানান।
দেশবিদেশ /১৯ জুলাই ২০১৮ /নেছার
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh