দেশবিদেশ ডেস্ক | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
সম্প্রতি বিয়ে করেছেন মডেল-অভিনেতা সিয়াম আহমেদ। এর রেশ কাটতে না কাটতেই বিয়ের ঘোষনা দেন আরেক অভিনেত্রী শবনম ফারিয়া। এবার বিয়ে নিয়ে কথা বললেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। তবে এখনই বিয়ের পিড়িতে বসছেন না পাওয়ার ভয়েজ’খ্যাত এই সঙ্গীতশিল্পী।
বিয়ের প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘আগামী বছর বিয়ে করার ইচ্ছে আছে। পছন্দের কেউ নেই, পারিবারিক সিদ্ধান্তেই বিয়ে করব। আমার বিশ্বাস, পরিবারের লোকজন আমার জন্য ভালো একজন মানুষকেই বেছে নেবেন।’
কেমন বর চান, এমন প্রশ্নে কর্ণিয়া বলেন, ‘শুরুতেই বলেছি, আমার পছন্দের কেউ নেই। আমি চাই আমার সঙ্গী আমাকে যতেষ্ট বুঝবে। সে ভালো মনের মানুষ হবে। আমার পছন্দগুলো সে পছন্দ করবে। দু’জনের মধ্যে বোঝাপড়াটাও ভালো হবে।’
এদিকে, সম্প্রতি বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া। গানগুলো আগামী বছর ধারাবাহিক ভাবে প্রকাশ হবে বলে জানান তিনি। নতুন গানের তালিকায় আছে- অম্লান চক্রবর্তীর সুর-সঙ্গীতে ‘ঢাকা তে জ্যাম’, সোমেশ্বর অলির কথায় জুয়েল মোর্শেদের সঙ্গে দ্বৈত ‘তুই তুকারি’ ইত্যাদি। এছাড়াও সম্প্রতি কর্ণিয়া কণ্ঠ দিয়েছেন নাটক ও চলচ্চিত্রের গানে।
দেশবিদেশ /২৩ ডিসেম্বর ২০১৮/নেছার
Posted ৭:০০ অপরাহ্ণ | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh