শুক্রবার ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কুতুবদিয়ায় প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

লিটন কুতুবী, কুতুবদিয়া   |   বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

কুতুবদিয়ায় প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কুতুবদিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ১৮ জুলাই (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। মাতৃমৃত্যু ও শিমু মৃত্যুর হার কমানোএবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল,ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে করে বানিজ্যিক হাপাতালে করা অপ্রযোজনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মত দেন আলোচকরা। এছাড়া জরুরী প্রসূতি সেবায় গর্ভবতি মা এবং তার পরিবারকে অর্থ সঞ্চয়ের বিষয়ে উদ্বুদ্ধকরার লক্ষ্যে মায়ের ব্যাংক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কুতুবদিয়ায় কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা রেবেকা সোলতানা মাতৃত্ব প্রসব সেবায় শ্রেষ্ঠত্ব র্অজন করেন। তার এ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কর্তৃপক্ষ বিদেশে প্রশিক্ষনে পাঠানোর ঘোষনা দেন। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ কুতুবদিয়া মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক(মা ও শিশু স্বাস্থ্য সেবা) ডাঃ মোহাম্মদ শরীফ, কক্সবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টাচার্য্য, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটি.এম. নুরুল বশর চৌধুরী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম,কক্সবাজার জেলা আওয়মীলীগের সিনিয়ির সহ-সভাপতি ও বড়ঘোপ ইউপির চেয়্যারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর,
আ’লীগের সাধারণ সম্পাদক আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমাইয়ুন হায়দার প্রমুখ। ও ছৈয়দা মেহেরুন্নেছা,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদাউস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন, মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ,আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস.কে লিটন কুতুবী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংবাদিক হাসান কুতুবীসহ উপজেলা ছয় ইউনিয়নের চেয়ারম্যানগণ যথাক্রমে,আ.স.ম শাহরিয়ার চৌধূরী,ছৈয়দ আহমদ চৌধূরী, আলহাজ আকতার হোছাইন,জালাল আহমদ ও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, শিক্ষক সমাজ সেবক (এমইউপি) এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

comments

Posted ২:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com