শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে

কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর ২৯লক্ষ ৮১ হাজার টাকা উপহার বিতরণ

লিটন কুতুবী, কুতুবদিয়া   |   বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮

কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর ২৯লক্ষ ৮১ হাজার টাকা উপহার বিতরণ

হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদীয় দূর্গাপুজা ও প্রবারণা পূর্ণিমার উপহার হিসেবে সারাদেশের ন্যায় কুতুবদিয়া উপজেলায়ও ৯৭২ পরিবারের মাঝে নগদ ৩হাজার টাকা করে মোট ২৯ লক্ষ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৭অক্টোবর) সকাল হতে ৬ ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীর প্রধান উৎসব দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নিতান্ত গবীব ৯৭২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোয়ারা বেগম, জেলা প্রশাসকের প্রতিনিধি জেলা ভূমি অধিগ্রহণের কর্মকর্তা এ,এইচ,এম শহিদুল হক, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস,কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম,কুতুবদিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, সমবায় অফিসার কামাল পাশা, আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ, কাননগো সাজেদুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মিজবাহ উদ্দিন হকো।
এছাড়াও কুতুবদিয়া উপজেলায় অনুষ্ঠিত ১৩ প্রতিমা পূজার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিকের মাধ্যমে প্রতিটি পুজা কমিটিকে ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। গত বুধবার সন্ধ্যায় ইউএনও মনোয়ারা বেগম, ওসি মুহাম্মদ দিদারুল ফেরদাউস, আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফাসহ নেতাকর্মীরা পুজামন্ডবগুলো পরিদর্শন করেন। ধর্মীয় উৎসব পালনে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যাক্তিবর্গকে উপজেলা প্রশাসন থেকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর উপহারের টাকা হাতে পেয়ে বড়ঘোপ নাপিত পাড়ার বাসিন্দা ৭০ বছর বয়স্ক সাধন শীল জানান,তার জীবনে কখনো এ ধরণের প্রধানমন্ত্রীর উপহার পাননি। এ উপহার তার গবীব পরিবার ছাড়াও উপহারপ্রাপ্ত প্রত্যেক পরিবারে উৎসব পালনে আনন্দের হাসি এনে দিয়েছে।

দেশবিদেশ /১৮ অক্টোবর ২০১৮/নেছার

Comments

comments

Posted ১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com