লিটন কুতুবী,কুতুবদিয়া, | সোমবার, ০৯ জুলাই ২০১৮
কুতুবদিয়ায় অস্ত্রসহ কুখ্যাত দুই জলদস্যু আটক। গত রবিবার (৮ জুলাই/১৮)দিবাগত রাত কুতুবদিয়া থানার ওসি মুহাম্মদ দিদারুল ফেরদাউস ও অপারেশন অফিসার এস.আই জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুুতির সময় কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে আবু ছিদ্দিক (৫৫) ও ইব্রাহিম খলিল প্রকাশ হোসেন মাঝি (৩৫)কে আটক করে। আটককৃতদের নিকট থেকে একটি কাটা বন্দুক ও একটি গুলি রাখার ব্যান্ডলী উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/১০জন অস্ত্রধারী ডাকাত পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে,আটককৃত জলদস্যুরা দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতার পাশাপাশি স্থলে ভূমিদস্যুদের অস্ত্রধারী ভাড়াটিয়া হিসেবে কাজ করতো।
কুতুবদিয়া থানায় হোসেন মাঝির বিরুদ্ধে মাদক আইনের মামলা রয়েছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, পরান সিকদার পাড়ার আবু ছিদ্দিক ও হোসেন মাঝি জনৈক এক রাজনৈতিক ব্যক্তির ছত্র ছায়ায় থেকে জলদস্যুতা করে বেড়ায়। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, দীর্ঘদিন ধরে আটককৃত দুই জলদস্যু বঙ্গোপসাগরে ও কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে আসছে। ডাকাতের কবলে পড়া জেলেরা আটককৃত জলদস্যুদের নাম থানায় জানালেও এতদিন তারা ধরা পড়েনি। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরান সিকদার পাড়া এলাকায় ডাকাতি প্রস্তুুতির কালে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রুজু হয়েছে। গতকাল সোমবার আটককৃতদের রিমান্ড চেয়ে কুতুবদিয়া জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।দেশবিদেশ /০৯ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৯ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh