মঙ্গলবার ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
মহেশখালীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলা সম্পন্ন

কালারমারছড়া ইউনিয়ন পরিষদ উপজেলা চ্যাম্পিয়ন

বার্তা পরিবেশক   |   সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

কালারমারছড়া ইউনিয়ন পরিষদ উপজেলা চ্যাম্পিয়ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ এ মহেশখালী উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং মহেশখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল (১০ সেপ্টেম্বর) বিকালে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় কালারমারছড়া ইউনিয়ন পরিষদ ৩-১ গোলে কুতুবজোম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে মহেশখালী উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধের শুরুতে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ দলের খেলোয়াড় অমিত হাসান গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষের দিকে কুতুবজোম ইউনিয়ন পরিষদ দলের রায়হান গোল করে খেলায় সমতা আনেন। দ্বিতীয়ার্ধে পর পর আরো দুইটি গোল করে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ দলের অমিত হাসান নিজের এবং টুর্ণামেন্টের একমাত্র হ্যাট্রিক ম্যান হিসেবে গৌরব অর্জন করেন। শেষ পর্যন্ত আর কোন দল গোল না পাওয়ায় কালারমারছড়া ইউনিয়ন পরিষদ দল ৩-১ গোলে কুতুবজোম ইউনিয়ন পরিষদ দলের বিরুদ্ধে জয় লাভ করে মহেশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ টুর্ণামেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পালের সভাপতিত্বে ও মহেশখালী ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক, ক্রীড়াবীদ ও সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মারুফ, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার লিয়াকত আলী, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ মীর কাসেম, মহেশখালী থানার এসআই মঞ্জুরুল হক, রামগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আবদু সাত্তার, সাবেক জাতীয় খেলোয়াড় ও বর্তমানে ফুটবল কোচ মহেশখালীর কৃতি সন্তান চেনা মং, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রীড়াবিদ নবীর হোসেন ভুট্টু, মহেশখালী উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ক্রীড়াবিদ শামসুল আলম রনি, হোয়ানক কলেজের শরীরচর্চা শিক্ষক ও ক্রীড়াবিদ নুরুল হক মেহেদী, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোস্তাক আহমদ, মহেশখালী কলেজের প্রভাষক ও ক্রীড়াবীদ মু. শাহেদ খাঁন, ক্রীড়াবিদ এমরান ও সাবেক খেলোয়াড় কুতুবজোমের নাছির উদ্দিন। ফাইনাল খেলায় রেফারী ছিলেন, সরওয়ার আজম বিএ, সহকারী রেফারী ছিলেন সাহাব উদ্দিন সাইফু ও শহিদুল ইসলাম মুকুল। চতুর্থ রেফারী ছিলেন, এম গিয়াস উদ্দিন। ফাইনালে চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল, সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, ম্যান অফ দ্যা ফাইনাল পুরস্কার প্রদানের পাশাপাশি রেফারীদেরও পুরস্কৃত করা হয়। এদিকে এক বার্তায় কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বঙ্গবন্ধু জাতীয় অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টে মহেশখালী উপজেলা চ্যাম্পিয়ন কালারমারছা ইউনিয়ন পরিষদ দল ও রানার্স আপ কুতুবজুম ইউনিয়ন পরিষদ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনুর্ধ-১৭ খেলোয়াড়দের নিয়ে এ ধরণের টুর্ণামেন্ট আয়োজন তৃণমূল পর্যায় থেকে ভালো মানের খেলোয়াড় তৈরী করা সম্ভব হবে। তিনি খেলাধুলার প্রতি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
দেশবিদেশ /১০ সেপ্টেম্বর ২০১৮/নেছ‍ার

Comments

comments

Posted ১১:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com