নিজস্ব প্রতিবেদক,মহেশখালী | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
মহেশখালী উপজেলার কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনার পশ্চিমে নতুন ফাইপ লাইনের কাজ চলাকালীন কাজে নিয়োজিত এক শ্রমিককে চাঁদার দাবীতে মোহাম্মদ হোসাইন ড্রাইভার নামে এক দুস্কৃতিকারী কর্তৃক ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারী ও চাঁদাবাজরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
অভিযোগে জানা যায়, কালারমারছড়ায় সরকারের উন্নয়ন প্রকল্পের কাজের অংশ হিসাবে ফাইপ লাইনের কাজ চলমান রয়েছে। বেশকিছুদিন ধরে সোনারপাড়া এলাকার জাফর আহমদের পুত্র দুস্কৃতিকারী মোহাম্মদ হোছাইন ড্রাইভার শ্রমিকদের কাজে বাধাসহ নানা হয়রানী কর আসছিল। এক পর্যায়ে ফাইপ লাইনের কাজে নিয়োজিত এক শ্রমিককে ১৯ ফেব্রুয়ারী বিকালে চাঁদার দাবিতে মারধর করেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক ভাবে শ্রমিকদের নাম পাওয়া যায়নি।
কালারমারছড়া পুলিশ ফাড়ির এস.আই. শাহজাহান মোহাম্মদ হোছাইন ড্রাইভার নামে এক দুস্কৃতিকারী টাকা দাবী করে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে।
লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh