দেশবিদেশ রিপোর্ট | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দেয়ার কাজও শুরু হয়েছে। সংরক্ষিত আসনে এবার ভাগ্যের দরজা খুলছে কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদের। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও পরে তাতে অংশ নিতে না পারা ত্যাগি আওয়ামী লীগ নেত্রী কানিজ ফাতেমা আহমেদ শেষ পর্যন্ত এবারের সংসদে আসন অলংকৃত করতে যাচ্ছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা এবং কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরীর সহধর্মীনি কানিজ ফাতেমা আহমেদ এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যের তালিকাভুক্ত হয়েছেন।
গণমাধ্যম সুত্রে জানা গেছে, সংসদনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ক’দিন ধরে মন্ত্রীসভার সদস্যদের পাশাপাশি সংরক্ষিত নারী সাংসদের তালিকাও করছেন। কানিজ ফাতেমাকে এর আগে দলীয় সভানেত্রী শেখ হাসিনা এবারের সংরক্ষিত নারী আসনে সদস্য করার আশ্বাসও দিয়েছিলেন।
এ কারনেই তিনি গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনে মনোনয়ন পত্রও দাখিল করেননি।
Posted ১২:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh