মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

করোনা রোধে কারা বন্দীদের সুরক্ষায় যৌথভাবে কাজ করছে আইসিআরসি

আজকের দেশবিদেশে ডেস্ক |   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২০

করোনা রোধে কারা বন্দীদের সুরক্ষায় যৌথভাবে কাজ করছে আইসিআরসি

সংক্রামক রোগ বিস্তার ও প্রতিরোধের ক্ষেত্রে কারাগারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। কারাগারে কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের সম্ভাবনা বন্দী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর ওপরে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে; বিশেষত জনবহুল কারাগারে যেখানে স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত। একটি সংক্রমণের ঘটনা কারাগারে অবস্থানরত মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং বন্দী ও কারাগারের কর্মীদের সহ সবাইকে একইভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এসব বিবেচনায় রেখে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) কারা অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিলিতিভাবে সম্ভাব্য করোনাভাইরাস প্রকোপের মুখে সারাদেশে ৬৮টি কারাগারের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্ষমতা বাড়াতে কাজ করছে। পাশাপাশি, কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন শুরু করেছে। গত বৃহস্পতিবার ০২ এপ্রিল দেশের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এ জাতীয় প্রয়োজনীয় উপকরণের প্রথম ব্যাচ কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে কিভাবে আইসিআরসি জেল কর্তৃপক্ষের সাথে কাজ করছে তা জানাতে গিয়ে আইসিআরসি’র ডিটেনশন টিম লিডার সিমোনা চারভি বলেন : “আমরা আমাদের নির্দেশিকা এবং বাংলাদেশের কোভিড-১৯ নিয়ে জাতীয় প্রস্তুতি ও পরিকল্পনা মোতাবেক কারা কর্তৃপক্ষকে নানা সুপারিশ দিচ্ছি যেন করোনাভাইরাস সংক্রমণে তারা তাদের প্রস্তুতিকে আরো উন্নত করতে পারে, পাশাপাশি সরাসরি সহযোগিতা দিচ্ছি যেন এ সংক্রমণ প্রতিরোধে একটা সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থা থাকে।”

কারাগারে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সেবা দেওয়া ও সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতার কমপ্লায়ান্স নিশ্চিত এবং প্রয়োগ করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) গ্রহণ করা হবে। এছাড়াও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বেচ্ছাসেবীরা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের কাজে যুক্ত হবে। পরবর্তীতে নতুন প্রশিক্ষিত কর্মীরা অন্যান্য কর্মচারী, বন্দী এবং দর্শনার্থীদের কাছে তথ্যগুলো জানাবেন। আশা করা হচ্ছে যে প্রতিটি কারাগার স্বতন্ত্রভাবেই কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনেরাল এ কে এম মোস্তফা কামাল পাশা কারাগারে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আইসিআরসি’র সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন: “আমরা ভবিষ্যতেও কারাগারে বন্দীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে আইসিআরসি’র অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করি।”

২০১৪ সাল থেকেই আইসিআরসি বাংলাদেশে সরকারের সাথে সম্মিলিতভাবে কারাগারের বন্দীদের অবস্থার উন্নয়ন ও তাদের সেবা দেওয়ার কাজ চালাচ্ছে। পাশাপাশি, বন্দীদের স্বাস্থ্যসেবাতে উন্নততর প্রবেশাধিকার নিশ্চিত করতে কারাগারের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে।

Comments

comments

Posted ৭:০০ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(590 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com