| শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
ভয়েস নিউজ ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮ জন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। আজকের রোগী নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬০ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ২৩০টি, আর পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৩৮টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার ৪৪৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯৯ লাখ ৭৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৭৮ হাজার ৩৬৯টি।
আদেবি/জেইউ।
Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
dbncox.com | ajker deshbidesh