শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘কখন কে ধরা পড়ে তার কোনো ঠিক নাই’

  |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

‘কখন কে ধরা পড়ে তার কোনো ঠিক নাই’

গণভবনে সংবাদ সম্মেলনে আজ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

ক্যাসিনো-কাণ্ডে কখন কে ধরা পড়বে তার ঠিক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত আজারবাইজান সফর নিয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো খেলার সঙ্গে কে জড়িত, তার সঙ্গে ক্রিকেট বোর্ডের তো বিষয় না। হয়তো এখানে একজন ছিল। সেরকম তো আপনাদের সাংবাদিক মহলে যদি খোঁজ করা যায় তাহলে অনেককে খুঁজে পাওয়া যাবে। ভবিষ্যতে যদি পাই, তখন কী করব বলেন আমাকে। সেটাও তো আপনাদের ভাবতে হবে। আমার কথাটা একটু রূঢ় হলেও যেটা বাস্তবতা, কখন কে ধরা পড়ে তার কোনো ঠিক নাই।’

ক্যাসিনো-কাণ্ডের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বহাল তবিয়তে নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে যে ধরা পড়ছে তার সঙ্গে কিন্তু বোর্ডের কোনো সম্পর্ক নাই। আর সে যে বহাল তবিয়তে আছে তাও কিন্তু না। তাকে তো ধরা হয়েছে।’

ক্যাসিনো নিয়ে সাংবাদিকরা আগে কোনো নিউজ করেননি দাবি করে শেখ হাসিনা বলেন, ‘এটা নিয়ে আপনারা কিন্তু কোনো নিউজ করেননি। কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্রে একটা নিউজও আসেনি যে, বাংলাদেশে এরকম ক্যাসিনো খেলা হয়। আমি যদি এখন প্রশ্ন করি, আপনারা এত খবর রাখেন এই রকম আধুনিক আধুনিক সব যন্ত্রপাতি এসে গেছে, এত কিছু হলো আপনারা কেউ খবর রাখলেন না? কেউ খবর পেলেন না? কোনো দিন কেউ একটা নিউজ করলেন না? কীভাবে হয়!’

ক্যাসিনো-কাণ্ডে জড়িতদের ধরার দায়িত্ব নিজেই নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ধরার দায়িত্ব আমি নিয়েছিলাম। আমি খুঁজে বের করেছি, আমি করিয়েছি। এতে কোনো সন্দেহ নাই, এটা আমি অকপটে স্বীকার করব। আমার কাছে যেকোনোভাবে যখন খবর আসছে, সাথে সাথে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং যাকে দিয়ে করলে যথাযথ হয়, তাকে দিয়ে ধরেছি।’

দেশবিদেশ/নেছার

Comments

comments

Posted ৭:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com