বার্তা পরিবেশক | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
নির্বাচিত হলে কক্সবাজারকে বিশ^মানের ডিজিটাল পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ইশতেহার ঘোষনা করেছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান। পাশাপাশি নবীণ প্রবীণের সমন্বয়ে দলমত নির্বিশেষে সবার পরামর্শে উন্নয়ন ও পরিকল্পনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারূপ করেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার ঘোষনা ও সংবাদ সম্মেলনে জননেতা মুজিব আরো বলেন, “যেসব জনপ্রতিনিধি জনসেবা না করে টেন্ডারবাজিতে ব্যস্ত থাকে তাদের রাহুগ্রাস থেকে আমি পৌরসভাকে মুক্ত করবো, ইনশাআল্লাহ। এছাড়া সেবা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়াসহ নাগরিক সকল সমস্যা সমাধানে ২৪ ঘন্টা হটলাইন সার্ভিস চালু থাকবে।”
শুধু তাই নয়, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যাক্ত করেন নৌকার প্রার্থী মুজিব চেয়ারম্যান। এসময় অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের সিংহ পুরুষ সাবেক সিটি মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, সিটি কর্পোরেশন না হয়েও অনেকটা সিটির মর্যাদা পায় কক্সবাজার পৌরসভা। তাই এখানে প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও পরীক্ষিত জননেতা মুজিবুর রহমানের কোন বিকল্প নেই। তাই পর্যটন নগরী কক্সবাজারকে ঢেলে সাজাতে দলমত নির্বিশেষে উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকায় ভোট দেয়ার আহবান জানান জুনিয়র মহিউদ্দিন চৌধুরী। এদিকে সুষ্টু, সুন্দর ও পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গণমাধ্যম তথা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়ে মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, “যানজট, দখল মুক্ত নালা ও ফুটপাত, জলাবদ্ধতা নিরসনসহ মানুষের সার্বিক সেবা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে অন্তত: একটিবার পৌরবাসীর সেবক হিসেবে মেয়রের দায়িত্ব দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
ইশতেহার ঘোষনা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, এড. আমজাদ হোসেন, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বদিউল আলম সিকদার, শফিকুল কাদের শফি, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, মাহবুবুল হক মুকুল, কানিজ ফাতেমা মোস্তাক, জিপি ইসহাক, এড. রনজিত দাশ, মাহমুদুল হক চৌধুরী, রাশেদুল ইসলাম, চকরিয়ার পৌর মেয়র আলমগীর চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ নেতৃবৃন্দ। এর আগে প্রতিদিনের ন্যায় বিভিন্ন ওয়ার্ডে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন নৌকার প্রার্থী মুজিবুর রহমান। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
দেশবিদেশ /১৯ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh