শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজার সৈকতে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার

দেশবিদেশ রিপোর্ট   |   সোমবার, ০৮ অক্টোবর ২০১৮

কক্সবাজার সৈকতে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে ৩ মাস পুর্বে ছিনতাইকৃত মোবাইল ফোন ষ্ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা আজ ভোরে উদ্ধার করেছে। উদ্ধার করা উক্ত মোবাইলটি আজ রবিবার তার মালিক ইব্রাহিম খলিলের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার সৈকতে কর্মরত ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তারা ট্রাকিং এর মাধ্যমে মোবাইলটি উদ্ধার করেন। গত ৪ জুলাই সন্ধ্যায় সৈকতের সুগন্ধ্যা পয়েন্টে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান জানিয়েছেন-‘ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দেশ-বিদেশ থেকে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা বিধানে আমরা অত্যন্ত সজাগ রয়েছি।’
ছিনতাইর শিকার শহরের উত্তর বাহারছড়ায় বসবাসকারি সৈয়দ কাশেমের পুত্র ইব্রাহিম খলিল জানান, তার দুই সহকর্মী আব্বাস ও ফারুক সহ গত ৪ জুলাই সন্ধ্যায় সৈকতে বেড়াতে যান। তারা সৈকতের লাবণী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্টে আসলে ৮/৯ জনের অস্ত্রধারী ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে ৪টি মোবাইল, ২০ হাজার টাকা সহ মানিব্যাগসহ ছিনতাই করে।
এঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ট্যুরিস্ট পুলিশের সহায়তা কামনা করা হয়। দীর্ঘ ৩ মাস পর একটি মোবাইল উদ্ধার করে তার কাছে ফেরত দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সাকের আহমদ জানান, অভিযোগের প্রেক্ষিতে ট্রাকিং এর মাধ্যমে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্যান্য মালামালও উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

Comments

comments

Posted ১২:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com