সংবাদ বিজ্ঞপ্তি | শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮
সিনিয়র সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর প্রচারণার অভিযোগে যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইমরুল কায়েসকে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের কার্য নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এ বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল কে আহবায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু ও প্রচার প্রকাশনা সম্পাদক নুপা আলম।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, জাহেদ সরওয়ার সোহেল, মোহাম্মদ জুনাইদ, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, দীপক শর্মা দীপু, নুপা আলম, আহসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুপা আলম।
Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh