বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রশস্তকরণের কাজ শুরু ডিসেম্বরে

  |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রশস্তকরণের কাজ শুরু ডিসেম্বরে

দেশবিদেশ নিউজ : ডিসেম্বরের শুরুতেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন শহরের প্রধান সড়কের সংস্কারসহ প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে। শহরের হলিডের মোড় থেকে বাজারঘাটা হয়ে লারপাড়াবাস টার্মিনাল পর্যন্ত এ সড়কটির সংস্কার কাজ যথাযতভাবে বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চেয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সভাকক্ষে সভায় এ সহযোগিতা চাওয়া হয়।
ফোরকান আহমদ বলেন, পর্যটন নগর কক্সবাজারে যানজটের অন্যতম কারণ হলো প্রধান সড়কে অতিরিক্ত টমটম, যত্রতত্র গাড়ি পার্কিং, সড়ক দখল ইত্যাদি। তাই জনগণের দুর্ভোগ লাঘবে প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পটি গ্রহণ করা হয়। মহান আল্লাহর অশেষ রহমতে প্রকল্পটি অনুমোদনপূর্বক টেন্ডার আহ্বানসহ মাঠ পর্যায়ে কাজ শুরু করা হয়েছে।
এ সড়কটি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে কক্সবাজারে যানজটের সমস্যা নিরসনের পাশাপাশি প্রধান সড়কটি একটি মডেল সড়কে পরিণত হবে বলেও জানান তিনি।
ফোরকান আহমদ বলেন, ডিসেম্বরের শুরুতেই এ সড়কটির সংস্কার কাজ শুরু করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার পৌরসভা, বিটিসিএল, দোকান মালিক সমিতি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা আশা করছি।
ফোরকান আহমদের সভাপতিত্বে সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, সচিব (উপ-সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদসসহ জেলা প্রশাসন, পুলিশ সুপার, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, সাব মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বিটিসিএল, বিআরটিএসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

comments

Posted ৬:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com