শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পলক

কক্সবাজার শহরকে নিরাপদ এবং ডিজিটাল সিটিতে পরিণত করা হবে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজার শহরকে নিরাপদ এবং ডিজিটাল সিটিতে পরিণত করা হবে

তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। পাশাপাশি প্রযুক্তি নির্ভর দুর্ণীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। কক্সবাজারে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক নির্মান কাজ শুরু হবে। ২০২১ সালের মধ্যে কক্সবাজার হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ করা হবে। যেখানে প্রায় ৫ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কক্সবাজার শহরকে নিরাপদ এবং ডিজিটাল সিটিতে পরিণত করা হবে। এ লক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। স্থানিয়দেও পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকরা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে। পর্যটন শহর কক্সবাজারকে বিশে^ আরো পরিচিত করতে সকল ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশন পরিদর্শন করেন তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কক্সবাজার জেলার ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এরপর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বেলা ১১টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য জাফর আলম, তথ্য ও যেগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিষয়ের জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পরিষদের তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও উদ্যেক্তা উপস্থিত ছিলেন।

Comments

comments

Posted ১:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com