প্রেস বিজ্ঞপ্তি | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের তিনটি বিমানবন্দরের মতো কক্সবাজার বিমানবন্দরের নামটাও উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরত শাহ আবদুল মালেক আল কুতুবী (রহ) এর নামে নামকরণের দাবী ওঠেছে জনগণের পক্ষ থেকে। তাদের এ দাবি যৌক্তিক ও গ্রহনযোগ্য। এ দাবির সাথে আমিও একমত পোষণ করি। সরকারের কাছে জনগণের এ দাবি বিবেচনা করার আহবান জানাই।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। অবকাঠামোগত নির্মাণ কাজও শেষ পর্যায়ে। সে জায়গা থেকে আমরা মনে করি, বিমানবন্দরটা আন্তর্জাতিক পর্যটকদেরকে আকৃষ্ট করার একটা মাধ্যম হবে, বিদেশি পর্যটক আসবে। আর এটার মধ্য দিয়ে বাইরে জনশক্তি রপ্তানির খাতটাও বিকশিত হবে। এক্ষেত্রে এখানে বিনিয়োগও বাড়বে, বিনিয়োগকারীরা এখানে আসবে।
বৃহস্পতিবার বিকেলে কুতুবদিয়ায় সমুদ্র বিলাস হোটেলের বেলাভূমি রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আজাদ বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠা সম্ভাবনাময়ী ব্যবসায়িক অঞ্চল সমূহ কেন্দ্রিক অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। মহেশখালী কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে শীঘ্রই ১ হাজার কোটি টাকার কাজ শুরু হবে। দ্বীপের চারিদিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। শীঘ্রই কুতুবদিয়া টু পেকুয়া চ্যানেলে সী ট্রাকের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন ঘটবে। তবে, আমাদের লক্ষ্য ফেরী যোগাযোগের বাস্তবায়ন। সে বিষয়েও কাজ শুরু হবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে কুতুবদিয়া হয়ে ওঠবে কক্সবাজারের মধ্যে আরেকটি পর্যটন স্পষ্ট। কারন, দ্বীপের সম্ভাবনায় পর্যটন শুধু আটকে আছে এসবের মধ্যে।
লবণ ও মৎস্য শিল্পকে সমৃদ্ধ করার প্রকল্প নিতে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলেছেন
উল্লেখ করে তিনি বলেন, লবণ ও মৎস্য শিল্পকে বাচাতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে হবে। বিশেষ করে লবনের ন্যায্যমূল্য অবশ্যই সরকারকে দিতে হবে। বিদেশ থেকে লবন আমদানি নিষিদ্ধের আদেশ বলবৎ রাখতে হবে কার্যকর ভাবে। কেননা, তারা কাগজে বন্ধ রাখে, কলাকৌশল করে মাফিয়ারা সোডিয়াম ও অন্যান্য উপাদান বলে লবন নিয়ে আসে। ফলে, দেশী লবন ব্যবহার না হয়ে বাইরের লবন দিয়ে তারা এসব প্রোডাকশনগুলো করে। এতে করে লবনের দাম পড়ে যায়। এ ব্যাপারে আমরা অবশ্যই জনগনকে সংগঠিত করে ইনশাআল্লাহ সরকারের ওপর চাপ সৃষ্টি করবো।
যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট এহসান আল কুতুবী’র সঞ্চালনায় এ সময় উপস্থিত কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী, চ্যানেল ওয়ানের কক্সবাজার প্রতিনিধি এফএম সুমন, এনটিভি অনলাইনের কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম, চ্যানেল এস প্রতিনিধি হিরো চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, আমাদের কক্সবাজার প্রতিনিধি নাসির উদ্দীন, আজকের কক্সবাজার প্রতিনিধি মনিরুল ইসলাম, আপন কন্ঠ প্রতিনিধি মহিউদ্দিন, দৈনন্দিন প্রতিনিধি রাইতুল ইসলাম রাহাত, দৈনিক কক্সবাজার একাত্তর প্রতিনিধি আবু হানিফ কুতুবীসহ অন্যরা।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর