এম.আর মাহবুব | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ে উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে। গতকাল শনিবার বর্ষণসিক্ত বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মহেশখালী উপজেলা ফুটবল একাদশ শুভ সূচনা করেছে। মহেশখালী ১-০ গোলে হারিয়েছে হট ফেভারিট স্বাগতিক কক্সবাজার পৌরসভা ফুটবল একাদশকে। মহেশখালীর জয়ের নায়ক ১৩নং জার্সিধারী মধ্যমাঠের খেলোয়াড় আলা উদ্দিন। ম্যাচের ৬৮ মিনিটে কর্ণানের বল পৌরসভার গোলরক্ষক গ্রীবে নিতে ব্যর্থ হলে অরক্ষিত আলা উদ্দিন ডি বক্সের ভিতর থেকে আলতো হেডে মহামূল্যবান গোলটি করে। এ জয়ের মধ্য দিয়ে নক্ আউট পদ্ধতির এই টুর্ণামেন্টে মহেশখালী পৌঁছে গেল দ্বিতীয় রাউন্ডে। আর ঘরের মাঠে হেরে দূর্ভাগ্যজনক ভাবে বিদায় নিয়েছে কোচ বিপ্লবের শিষ্যরা। এদিকে ম্যাচ শুরুর পূর্বে রং বেরংয়ের বেলুন উড়িয়ে ও সমবেত জাতীয় সংগীত গেয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়ামোদী মানুষ। সারাদেশে জাতির জনকের নামে আয়োজিত এই ফুটবল টুর্ণামেন্ট স্বাস্থ্যবান জাতি ও মাদকমুক্ত সমাজ বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মাহিদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া জিতু। ম্যাচ শেষে ম্যাচ সেরা মহেশখালী দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় আসিফের হাতে পুরস্কার হিসেবে দু’হাজার টাকা তুলে দেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
এম.পি আশেক ও সুজনের অভিনন্দন
এদিকে শক্তিধর স্বাগতিক কক্সবাজার পৌরসভা ফুটবল দলের বিরুদ্ধে স্মরণীয় জয়ে মহেশখালী দলের খেলোয়াড়-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এম.পি ও মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় তারকা ক্রিকেটার আশরাফুল আজিজ সুজন।
দেশবিদেশ /১৫ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১১:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh