শফিক আজাদ/ রফিক মাহমুদ, উখিয়া | বুধবার, ১৩ জুন ২০১৮
টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন পয়েন্ট। আর এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ। গত কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বুধবার সকাল ৭ টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উখিয়া উপজেলা শ্রমিক নেতা মোঃ শফি সওদাগর জানান, প্রবল বর্ষণের ফলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের চেইন্দা, বাংলাদেশ বেতারের কক্সবাজার কেন্দ্র গেইট, ও জুহুর মিয়ার কাঁঠি রাস্তার মাথা পয়েন্টসহ কয়েকটি স্থানে প্রায় এক কিলোমিটার সড়ক প্রায় কোমর পানিতে ঢুবে যায়। এ ছাড়াও থাইনখালীতে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন। যার ফলে সকাল সাতটা থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমূখী মানুষের। এছাড়াও মালবাহী ট্রাক আটকা পড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সররাহ করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাসের ড্রাইভার ছৈয়দ আলম বলেন, টেকনাফ থেকে ভাড়া নিয়ে কক্সবাজারের উদ্যেশ্যে ছেড়ে এসে থাইংখালী পৌঁছার পর দেখা যায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে সামনে আর অগ্রসর হতে না পেরে যাত্রীদের নামিয়ে দিতে হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, ভারী বৃষ্টির কারনে মঙ্গলবার থাইংখালী এলাকার কিছু স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। পরে তা স্বাভাবিক হয়ে যায়। বুধবার সকালে কিছুটা সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও বৃষ্টি কমে যাওয়ায় এখন সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে আসছে।
Posted ৮:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh