বার্তা পরিবেশক | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এ কক্সবাজার জেলা ক্রিকেট দল হবিগঞ্জ জেলা ক্রিকেট দলের বিপক্ষে ৫ উইকেটে জয় লাভ করে। গত কাল মৌলভী বাজার এম. সাইফুদ্দিন স্টেডিয়ামে সকাল ৯-০০ টায় হবিগঞ্জ জেলা ক্রিকেট দল টচে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪২.০১ ওভারে সব উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে। কক্সবাজারের পক্ষে- আসিফ-৪ উইকেট, মাহিন-৩উইকেট এবং মামুন-১টি করে উইকেট পায়। ১২৯ রানের টার্গের বিপরীতে কক্সবাজার জেলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় সূচক রানে পৌঁছে যায়।ফলে কক্সবাজার জেলা ক্রিকেট দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে যায়। কক্সবাজার জেলার পক্ষে ওয়াহিদ -৪৩ (অপরাজিত), মামুন-৩৯,– ও আবরার-১৫ রান করে ম্যাচ জয়ের পক্ষে ভূমিকা রাখে। আগামী ১৫ জানুয়ারি কক্সবাজার জেলা ক্রিকেট দল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যচে কুমিল্লা জেলা ক্রিকেট দলের মুখোমুখি হবে। কক্সবাজার জেলা ক্রিকেট দলের অফিসিয়্যাল হিসেবে দায়িত্ব পালন করেন- ম্যানেজার ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলী রেজা তসলীম এবং কোচ আশরাফুল আজিজ সুজন। এদিকে কক্সবাজার জেলা ক্রিকেট দলের সাফল্যে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন স্বাগত জানান এবং আগামী ম্যাচে কক্সবাজার জেলা ক্রিকেট দলের জয়ের জন্য কক্সবাজার জেলা বাসীর কাছে দোয়া কামনা করেন।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh