প্রেস বিজ্ঞপ্তি | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 153 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
২৭ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসাইন চৌধুরী।
তিনি বলেন, মাদকের কারণে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। মাদকরোধ করতে হলে আগে মাদক ঢোকার পথ বন্ধ করতে হবে। সারাদেশে মাদক ছড়িয়ে পড়লে পথে পথে চেক করে কোন লাভ হবে না। নিজেদের নৈতিকভাবে বলিয়ান হতে হবে বলেও জানান প্রধান অতিথি।
বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন র্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর এহেতেশামুুল হক।
তিনি বলেন, মাদকের দায় শুধু প্রশাসনের নয়। এই দায় সবার। সমাজকে সচেতন করতে না পারলে মাদক নির্মূল কোনভাবেই সম্ভব নয়। তিনি প্রশ্ন রাখেন, মাদক কারবার যেদিন শুরু হয় সেদিন সমাজের নেতৃত্ব স্থানীয়রা কোথায় ছিল? তাদের সদিচ্ছা থাকলে প্রথম দিনে মাদক কারবারিদের ঠেকিয়ে দেওয়া যেত।
বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, মাদকের ট্রানজিট রোড কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা। সে কারণে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাদকের ভোক্তা তৈরি হয়ে গেছে। আবার অনেক শিক্ষার্থীকে অর্থের প্রলোভনে ফেলে মাদকের বহনকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, সন্তানের টাকা আয়ের উৎস জিজ্ঞেস করেনা অভিভাবকরা। তাই সন্তানরা মাদকে জড়াচ্ছে। মাদকরোধে সচেতনতা তৈরি করতে হবে।
মাদকরোধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সেমিনারে অংশ গ্রহণকারীরা। তারা সীমান্তে আরো কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর উম্মে সালমার সঞ্চালনায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রফেসর ড. তৌহিদ হোসাইন চৌধুরী।
শুধু মাদক বহনকারীদের ধরলে হবে না, গড ফাদারদের আইনের আওতায় আনতে হবে। মাদকবিরোধী আইন প্রয়োগের পাশাপাশি সমাজে ব্যাপক সচেতনতা বাড়ানো দরকার।
মাদকবিরোধী সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
.
এ বিভাগের আরও খবর