সংবাদ বিজ্ঞপ্তি | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 14 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৯ তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত নানা বিষয় পর্যালোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রথম কনভোকেশন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন শিক্ষকবৃন্দ।
সভায় ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলী, ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ, একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সাদাত জামান খান, ডিরেক্টর (এইচআর) খুরশিদুর রহমান, সদস্য সচিব রাজিদুল হকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর