কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি)। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির।
তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ক্রিস্টালমেথ (আইস) মিয়ানমার হতে বাংলাদেশে এনে ক্রয় বিক্রয় করবে এমন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টালমেথ উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
/টিআর/
Comments
comments