সেলিম উদ্দীন,কক্সবাজার। | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮
কক্সবাজার কারাগারে শহীদ উল্লাহ (৬৫) নামে এক নবাগত হাজতির পাকস্থলী থেকে ১ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সোমবার (০৫ নভেম্বর) কারা অভ্যন্তরে তার পাকস্থলী থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। হাজতি শহীদ উল্লাহর বাড়ি মুন্সীগঞ্জে। সম্প্রতি মাদকের একটি মামলায় তাকে আটক করে কারাগারে রাখা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার কারাগারের জেল সুপার বজলুর রশীদ আকন্দ জানান, কারাগারে চলাফেরার সময় শহীদের গতিবিধি দেখে সন্দেহ হয়। এরপর তল্লাশি চালিয়ে তার পাকস্থলীতে বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৮০ পিস ইয়বা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh