দেশবিদেশ রিপোর্ট | বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সচেতনতা সৃষ্টির এক কর্মসুচি আজ মঙ্গলবার থেকে কক্সবাজারে শুরু করা হয়েছে। বিভিন্ন যানবাহনে ‘নিরাপদে গাড়ি চালাই, নিজে বাঁচি অন্যকে বাঁচাই’ শিরোনামের ষ্টিকার লাগানোর মাধ্যমে গতকাল মঙ্গলবার কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ কর্মসুচির উদ্ভোধন করেন।
নিজের গাড়িতে ষ্টিকার লাগিয়ে জেলা প্রশাসক কার্যক্রম উদ্ভোধনের মাধ্যমে সরকারি সহ বিভিন্ন ব্যাক্তিগত যানবাহনে ষ্টিকার লাগানোর কাজে উদ্বুদ্ধ করেন। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গতকাল এ কর্মসুচির শুরু করা হয়। জেলা প্রশাসক জানান, কক্সবাজার জেলার ৮ টি উপজেলা ব্যাপি ১৫ হাজার এরকম ষ্টিকার বিভিন্ন যানবাহন সহ গুরুত্বপূর্ণ স্থানে লাগিয়ে প্রদর্শনের জন্য সরবরাহ দেয়া হবে।
দেশবিদেশ /১৯ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh