শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজারে সাগরতলে অ্যাকুরিয়াম তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশবিদেশ ডেস্ক   |   বুধবার, ০৬ এপ্রিল ২০২২

কক্সবাজারে সাগরতলে অ্যাকুরিয়াম তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সাগরের তলদেশে মাছসহ বিভিন্ন জলজ প্রাণির প্রদর্শনীর জন্য কক্সবাজারে একটি অ্যাকুরিয়াম তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে তিনি এই নির্দেশ দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন তিনি।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী একটি অ্যাকুরিয়াম তৈরির নির্দেশনা দিয়েছেন। অ্যাকুরিয়াম মানে সমুদ্রের পানির তলে একটি মাছের প্রদর্শনীর জন্য ঘর তৈরি করা হবে।”

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী খুবই আগ্রহী। ওখানে আমাদের বাচ্চারা যাবে। আপানারা ইয়াংরা যাবেন। এরকম অন্যান্য অনেক দেশেই আছে।”
বৈঠকে প্রধানমন্ত্রী নদী রক্ষার একটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

“পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা নদীর বাঁধ রক্ষার কাজ করেন ভাল কথা। কিন্তু একটু একটু করে বছরের পর বছর করেন। এক কাজ শেষ করতে করতে আগের কাজ ভেঙে যায়।”
সংবাদ সম্মেলনে এম এ মান্নান বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, অতিদ্রুত করতে হবে, মিলিটারি কায়দায় করতে হবে। যাতে যেটা করবেন সেটা টিকে থাকে।
“এখন যেভাবে করেন এক মাথা দিয়ে বাঁধ দেওয়া শুরু করে অন্য মাথায় যেতে যেতে আগের মাথা ভেঙ্গে যায়। সুতরাং স্পিডিলি কাজ করতে হবে।

Comments

comments

Posted ১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com