তারেকুর রহমান | রবিবার, ৩০ মে ২০২১
কক্সবাজার জেলায় কোনো ধরণের ব্ল্যাক ফাঙ্গাস রোগী নেই বলে নিশ্চিত করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান একই সাথে সদর হাসপাতালেও কোনো ব্ল্যাক ফাঙ্গাস রোগী সনাক্ত হয়নি বলে জানান হাসপাতালের সুপার ডা. সুমন বড়ুয়া।
গত কয়েকদিন ধরে কক্সবাজারে ব্ল্যাক ফাঙ্গাস রোগী সদর হাসপাতালে ভর্তি আছে বলে গুঞ্জন উঠলে নেই গুঞ্জনকে গুজব বলে পরিস্কার জানিয়ে দিলেন সিভিল সার্জন।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, ‘এ পর্যন্ত জেলার কোথাও ব্ল্যাক ফাঙ্গাস রোগী নেই। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন রোগী আছে বলে দাবি করছেন তা সম্পূর্ণ অপপ্রচার।’
এ সমস্ত অপপ্রচার থেকে জনসাধারণকে সচেতন থেকে সবসময় স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি।
আদেবি/তারেকুর রহমান
Posted ৯:০৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১
dbncox.com | ajker deshbidesh