বার্তা পরিবেশক | বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
১৪ নভেম্বর বুধবার বিশ্ব ডায়াবেটিস দিবস। “ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ” এই প্রতিপাদ্যের আলোকে কক্সবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।
ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকালে কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়কে র্যালী বের করা হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ, কর্মকর্তা বদিউল আলম, এজাজুল ওমর চৌধুরী, আবু জাফর সিদ্দিকী, আলহাজ¦ নুরুল কবির প্রমুখ। এ কর্মসুচির প্রধান উদ্দেশ্য হলডায়াবেটিক সমিতির মাধ্যমে ডায়াবেটিস বিষয়ক একটি জরীপ পরিচালনার পাশাপাশি ডায়াবেটিস ও এর জটিলতার বিষয়ে গণসচেতনতা তৈরি করা।
র্যালী শেষে পাঁচ শতাধিক ডায়াবেটিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা: এম নকরেক, ডা: মোহাম্মদ মুসা, ডা: আই. ই . রুমানা আফরোজ বানু ও ডা: মুফিজুর রহমান তালুকদার।
Posted ১:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh