বার্তা পরিবেশক | রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ-কিরণ রথে’… এই আহবানে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ মিলনায়তনে আয়োজন করা হয় শরৎ সন্ধ্যা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার শরৎ সন্ধ্যা উদযাপন পরিষদ। অনুষ্ঠান চলে রাত দশটা পর্যন্ত।
শুরুতেই কথামালার আয়োজনে স্বাগত বক্তব্য দেন আয়োজকদের পক্ষে ফায়সাল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। শরৎ নিয়ে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, বেসরকারী সংগঠন মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, কক্সবাজার সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন।
বক্তারা বলেন, শারদ প্রাতে শরৎ আমাদের মাঝে এসেছে। শরতের বার্তা নিয়ে আমাদের মাঝে শিউলী আসে, আসে কাশফুল। প্রকৃতিতে কি অসাধারণ সুন্দরের হাতছানি। কিন্তু সেই অনুভূতিগুলো দিন দিন কেমন জানি মলিন হয়ে যাচ্ছে। এক অন্য রকম আনন্দের আবাহন নিয়ে আমাদের মাঝে শরৎ আসে। শরতের এ আনন্দ আবাহন সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এ ধরনের নান্দনিক আয়োজনের মধ্যদিয়েই শরৎ এর আনন্দ আবাহন আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবে।
পার্থ সারথী বাজাও বাজাও’ এই গানটির সাথে সত্যেন সেন শিল্পী গোষ্টীর ক্ষুদে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পরে চলে কক্সবাজারের স্থানীয় শ্রুতি আবৃত্তি অঙ্গন- এর শিল্পীদের পরিবেশনা আবৃত্তি অনুষ্ঠান আর সৃজন সঙ্গীত ভূবনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশবিদেশ /১৪ অক্টোবর ২০১৮/নেছার
Posted ১:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh