প্রেস বিজ্ঞপ্তি | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 22 বার পঠিত | পড়ুন মিনিটে
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে নানা আয়োজনে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আঃ মান্নান।
উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর এটিএম জাফর আলম সিএমপি সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আঃ মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ কামরুজ্জামান।
সভায় বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, নিসচা জেলা সভাপতি জসিম উদ্দিন কিশোর, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিনিধি ড্রাইভার নুরুল আমিন, সিভিল সোসাইটি প্রতিনিধি, ট্রাফিক পুলিশের প্রতিনিধি এবং সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি।
এছাড়া উপস্থিত ছিলেন ডা. ফরিদুল আলম, নিসচা’র সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, মোয়াজ্জেম হোসাইন সাকিল, এম.এ. মনজুর, সহ-সাধারণ সম্পাদক মো. হাকিম আলী, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হাশেম, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মো. মহিউদ্দিন, মো. মিজবাহ উদ্দিন ইবাদ, খদিজা বেগম, সাজেদুল আলম রুবেল ও আরজুমান আরা বেগম।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী-সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার ও গতি নিয়ন্ত্রণে রাখাই পারে প্রাণহানি কমাতে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন জনসচেতনতা কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর