| রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
দেশবিদেশ নিউজ ডেস্ক:
কক্সবাজারর শহরের ঘোনার পাড়ায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গুরা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুর পিতার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার গুরা মিয়া ঘোনার পাড়ার মৃত আবদুর রহমানের পুত্র।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঘোনার পাড়ার ওই শিশুকৈ ধর্ষণ করে গুরা মিয়া। ধর্ষণের অভিযোগে ওই শিশুর পিতা বাদি হয়ে ৫ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষক গুরা মিয়া গ্রেফতার করেন
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
dbncox.com | ajker deshbidesh