বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
দেশীয় সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসুন-মপি কমল

কক্সবাজারে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জুলাই ২০১৮

কক্সবাজারে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের প্রয়াসে সারাদেশের ন্যায় কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। গতকাল ২০ জুলাই (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক উৎসব শুরু হয়। গতকাল মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল বলেন, বাঙ্গালীর স্বকীয়তা, ইতিহাস, ঐতিহ্য রক্ষায় আগামী প্রজন্ম তরুণ সমাজকে দেশীয় সাহিত্য সংস্কৃতির ব্যাপক চর্চা করতে হবে। এটি মনে প্রাণে লালনের মাধ্যমে বাঙ্গালীর প্রাণের ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন,পাশাপাশি অপ-সংস্কৃতির প্রসার রোধে স্ব-স্ব অবস্থান থেকে কার্যকর ভুমিকা রাখতে হবে। এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন খোরশেদ আরা হক এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহম্মদ আশরাফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক। এতে স্বাগত বক্তব্য রাখেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট তাপস রক্ষিত।

দেশবিদেশ /২০ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ৯:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com