শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
আজ থেকে শুরু হচ্ছে

কক্সবাজারে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

বার্তা পরিবেশক   |   বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮

কক্সবাজারে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষ্যে শুদ্ধবানী ও সুরে নজরুল-সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষন কোর্স এর আয়োজন করা হয়। জানা গেছে, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কবি নজরুল ইনিষ্টিউটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে তিনব্যাপী শুদ্ধবানী ও সুরে নজরুল-সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষন কোর্স এর আয়োজন করা হয়। এছাড়া এ উপলক্ষে ২৭ জুন কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় জেলা প্রশাসক মো: কামাল হোসেন, কবি নজরুল ইনস্টিটিউট ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ও জেলা তথ্য অফিসার নাসির উদ্দিন বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২৮ জুন সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হবে। র‌্যালী শেষে সম্মেলন উদ্ভোধন করা হবে। পরে বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় ৭টায় সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্ঠিত হবে।
পরদিন ২৯ জুন বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় ৭ টায়
সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্টিত হবে।
শেষদিনে ৩০ জুন বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরন, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় ৭টায় সাংস্কৃতিক অন্ষ্ঠুানের মাধ্যমে সম্মেলন শেষ হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মেলনে দেশবরেণ্য ও স্থানীয় নজরুল গবেষক, আলোচক, শিক্ষাবীদ, সঙ্গীত শিল্পীসহ অতিথিরা উপস্থিত থাকবেন।

Comments

comments

Posted ২:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com